বরগুনা জেলা প্রতিনিধিঃ- হীড বাংলাদেশ কর্তৃক জিপিএ 4 ও জিপিএ 5 প্রাপ্ত ১৮০ জন ছাত্র-ছাত্রীদের ৮ লক্ষ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে । হীড বাংলাদেশ কর্তৃক বরগুনা অঞ্চলের ২০২২ সালের অনুষ্ঠিত এইচএসসি জিপিএ 4 ও জিপিএ 5 শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার ৯ জুন হীড বাংলাদেশ বরগুনা অঞ্চলের আয়োজনে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পিযুষচন্দ্র দে, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রদাস, সমৃদ্ধি কর্মসূচির কোর্ডিনেটর দেলোয়ার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, এডাব বরগুনার সভাপতি জাকির হোসেন মিরাজ, সেন্ট্রাল ম্যানেজার অদ্বৈত কুমার বিশ্বাস সহ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। উপকূলীয় অঞ্চলে এ শিক্ষাবৃত্তি পেয়ে খুশি প্রান্তিক মানুষরা। তারা প্রাণ ভরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, ১৯৭৪ সালে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আত্মমানবতার সেবায় হীড বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। নিবার্হী পরিচালক আনোয়ার হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দারিদ্র বিমোচনে দেশে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এ বছরও হীড বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন।